সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সেপ্টেম্বর মাসে এলপিজির দাম ঘোষণা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) কত দামে বিক্রি হবে তা নির্ধারণ করে দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি মাসের প্রথম দিকে মূল্য সমন্বয়ের ঘোষণা করা হয়। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গতকাল বিকাল ৪টায় সেপ্টেম্বর মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করার কথা ছিল। কিন্তু তা হঠাৎ স্থগিত করা হয়েছে। গতকাল এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করে এটি স্থগিত করার ঘোষণা দিয়েছে বিইআরসি। বিইআরসি সচিব ব্যারিস্টার খলিলুর রহমান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকো ঘোষিত সেপ্টেম্বর মাসের সৌদি সিপি অনুযায়ী এ মাসের জন্য বেসরকারি এলপিজির মূল্যহার সমন্বয়ের বিষয়ে কমিশন আদেশ ঘোষণার জন্য অনুষ্ঠেয় ভার্চুয়াল প্রেস বিফ্রিং অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। যথাসময়ে পরবর্তী ভার্চুয়াল প্রেস বিফ্রিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর