শিরোনাম
সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ক্রেডিট কার্ডে ডলার লেনদেনে অনিয়ম, ২৭ ব্যাংককে তলব

প্রতিদিন ডেস্ক

দেশের ২৭টি ব্যাংকের ৭১টি ক্রেডিট কার্ডে ডলার লেনদেনে অনিয়ম পেয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্রেডিট কার্ড লেনদেনের সীমা লঙ্ঘন করায় গতকাল এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ব্যাখ্যা চেয়ে তলব করেছে বাংলাদেশ ব্যাংক।

সূত্র জানায়, ক্রেডিট কার্ডে সীমা লঙ্ঘনের বিষয়ে পাঁচ কার্যদিবসের মধ্যে ২৭ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের ব্যাখ্যা দিতে বলেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ২৭ ব্যাংকের ৭১টি ক্রেডিট কার্ড তাদের সীমার বেশি মার্কিন ডলার লেনদেন করেছে।  বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি জানান, এখানে প্রতিটি ক্রেডিট কার্ডের বিপরীতে সাড়ে ১২ হাজার ডলার লেনদেন করা যায়। অথচ ২৭টি ব্যাংকের ৭১টি ক্রেডিট কার্ডে সাড়ে ১২ হাজার থেকে ২০ হাজার ডলার পর্যন্ত লেনদেন করা হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে কৈফিয়ত তলব করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর