সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

আরটিজিএস মাধ্যমে বৈদেশিক মুদ্রার লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক

পেমেন্ট সিস্টেমে বৈদেশিক মুদ্রায় লেনদেন ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল দেশের অভ্যন্তরে পাঁচটি অনুমোদিত বৈদেশিক মুদ্রায় (মার্কিন ডলার, পাউন্ড স্টার্লিং, ইউরো, জাপানিজ ইয়েন, কানাডিয়ান ডলার) আরটিজিএস ব্যবস্থার মাধ্যমে আন্তব্যাংক নিকাশ কার্যক্রম শুরু হয়েছে। পদ্ধতিটি চালু হওয়ায় বৈদেশিক মুদ্রায় ক্লিয়ারিং ব্যবস্থাপনা অনেক সহজ হবে, চেক/এফডিডি নিয়ে ক্লিয়ারিংয়ের জন্য কোনো ব্যাংক প্রতিনিধিকে আর ক্লিয়ারিং হাউসে সশরীরে উপস্থিত হতে হবে না। চেক/এফডিডি ড্যামেজ হওয়া বা হারিয়ে যাওয়া সংক্রান্ত ঝুঁকি এবং প্রতারণা বা জালিয়াতির সুযোগ আর থাকবে না। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, আরটিজিএস ব্যবস্থায় দেশীয় মুদ্রায় লেনদেন সীমা ১ লাখ টাকা হলেও বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে তা নির্বিশেষে যেকোনো পরিমাণ হওয়ার কারণে লেনদেনের আওতা ও উপকারভোগীর সংখ্যা অনেক বৃদ্ধি পাবে।

উদ্বোধন দিবসে বৈদেশিক মুদ্রায় ৫২টি লেনদেন নিষ্পন্ন হয়। দেশের অভ্যন্তরে দেশীয় মুদ্রায় বড় অঙ্কের আর্থিক লেনদেন (এক লাখ বা তদূর্ধ্ব) নিরাপদ, ঝুঁকিমুক্ত ও তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করার লক্ষ্যে ২০১৫ সালে বাংলাদেশ ব্যাংক আরটিজিএস ব্যবস্থা চালু করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর