বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

মোটা চাল খাওয়ার পরামর্শ ভোক্তা অধিদফতর ডিজির

নিজস্ব প্রতিবেদক

মানুষকে মোটা চাল খাওয়ার পরামর্শ দিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, ‘মিনিকেট’ বলতে বাস্তবে কোনো চাল নেই। আমাদের মোটা চাল খাওয়ার অভ্যাস করা উচিত। মোটা চালের ভাত খেতেও মজা এবং মোটা চালের ভাত খেলে ‘মিনিকেট’ নামের চাল তৈরির সুযোগ থাকবে না। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে অধিদফতরের কার্যালয়ে সুপারশপ ব্যবসায়ী ও ভোক্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মিনিকেট চাল প্রতারণা বন্ধে ভোক্তা সংরক্ষণ অধিদফতর অভিযানে নামবে বলেও জানান সফিকুজ্জামান। তিনি বলেন, মিনিকেট বলতে কোনো চাল বাজারে থাকবে না। খাদ্য মন্ত্রণালয় ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে, মিনিকেট চাল প্রতারণা বন্ধ করতে হবে।

সভায় আগোরা, স্বপ্ন, ইউনিমার্টসহ বেশ কয়েকটি সুপারশপের প্রতিনিধিরা এতে অংশ নেন। চাল, মসুর ডাল, আটা, ময়দা, সুজি, লবণসহ কয়েকটি পণ্যের বিক্রয়মূল্যের তথ্য সুপারশপের প্রতিনিধিরা সভায় উপস্থাপন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর