বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

উইমেন স্পিকার্স সামিটে যোগ দিতে তাসখন্দে স্পিকার

নিজস্ব প্রতিবেদক

উইমেন স্পিকার্স সামিটে যোগ দিতে তাসখন্দে স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পাঁচ দিনের সফরে গতকাল উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ রওনা হয়ে গেছেন। তিনি তাসখন্দে উইমেন স্পিকার্স অব পার্লামেন্টের ১৪তম সামিটে অংশ নেবেন। সামিটের ‘এড্রেসিং দ্য রিস্কস অব দ্য পোস্ট প্যান্ডেমিক গ্লোবাল রিকভারি’, ‘প্রিভেন্টিং টেক-রিলেটেড রিস্কস অ্যান্ড প্রিজার্ভিং হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি ইন এ হাইটেক ওয়ার্ল্ড’সহ বিভিন্ন সেশনে বক্তব্য রাখবেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, স্পিকার গতকাল সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা ত্যাগ করেন। সামিট শেষে স্পিকারের ১১ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর