শিরোনাম
বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বগুড়ায় ৫০টি ঘুঘু উদ্ধার করে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ৫০টি ঘুঘু উদ্ধার করে অবমুক্ত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শিকারির কাছ থেকে পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘তীর’-এর সদস্যরা। গতকাল দুপুর ২টার দিকে নন্দীগ্রাম উপজেলার কোলদীঘি এলাকায় অভিযান চালিয়ে ৫০টি ঘুঘু পাখি অবমুক্ত করা হয়। জানা গেছে, গতকাল দুপুরে আটকে রাখা পাখি দিয়ে ফাঁদ পেতে পাখি ধরছেন এক শিকারি। এমন সংবাদের ভিত্তিতে ‘তীর’-এর সদস্যরাসহ থানা পুলিশের একটি দল নন্দীগ্রাম উপজেলার কোলদীঘি মাঠে অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে শিকারি পালিয়ে যান। সেখান থেকে ৫০টি ঘুঘু উদ্ধার করে অবমুক্ত করা হয়। পরে পাখি শিকার করার ২৫০ ফুট তিনটি জাল উদ্ধার করা হয়। এ সময় এসআই তারিকুল ইসলাম, বগুড়ার শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘তীর’-এর সভাপতি রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক রিফাত হাসান, সহ-প্রচার সম্পাদক অমিত সাহা, কার্যকরী সদস্য জাহিদ  মোল্লা উপস্থিত ছিলেন। তীর-এর সভাপতি রাকিবুল হাসান জানান, এই পাখিগুলো আমাদের প্রকৃতির একটি বড় সম্পদ।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুসারে পাখি ধরা, ক্রয়-বিক্রয়, হত্যা দন্ডনীয় অপরাধ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর