বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

এনামুল বাছির ও মিনহাজুলকে জামিন দেননি হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

ঘুষ গ্রহণের মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে জামিন না দিয়ে তার আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাই কোর্ট। গতকাল বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের একক অবকাশকালীন হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ঘুষ গ্রহণের মামলায় গতকাল সকালে এনামুল বাছির আবারও জামিন চেয়ে হাই কোর্টে আবেদন করেন। আদালতে এনামুল বাছিরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফারুক আলমগীর চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। ২৩ আগস্ট হাই কোর্টের একটি বেঞ্চ খন্দকার এনামুল বাছিরকে জামিন দিলেও পরে তা প্রত্যাহার করা হয়।

অন্যদিকে টঙ্গীতে ২০১৭ সালে হরকাতুল জেহাদ নেতা মুফতি হান্নানকে বহনকারী প্রিজনভ্যানে হামলার ঘটনায় গ্রেফতার মো. মিনহাজুল ইসলামকে জামিন দেননি হাই কোর্ট। বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাই কোর্ট বেঞ্চ গতকাল তার জামিন আবেদন ফেরত দেন। ২০১৭ সালের ৫ মার্চ বিকালে টঙ্গীর কলেজ গেট এলাকায় মুফতি হান্নানসহ ১৯ আসামিকে বহনকারী প্রিজনভ্যান লক্ষ্য করে বোমা হামলা হয়। ওই সময় ঘটনাস্থল থেকে মোস্তাফা কামালকে গ্রেফতার করা হয়। 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর