বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামে টিকার আওতায় এলো ১ লাখ ৮৩ হাজার শিশু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে শিশুদের করোনার টিকাদান কার্যক্রমের আওতায় ৫-১১ বছর বয়সী ১ লাখ ৮৩ হাজার ৭৪১ শিশুকে টিকা দেওয়া হয়েছে। গতকাল সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। ২৪ আগস্ট চট্টগ্রাম নগরে শিশুদের করোনার টিকাদান কার্যক্রম চালু হয়। তবে উপজেলায় এখনো এ কার্যক্রম শুরু হয়নি। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ২০ হাজার ২০০ শিশুকে টিকা দেওয়া হয়। এর মধ্যে ১০ হাজার ২৪৬ ছাত্র ও ছাত্রী ৯ হাজার ৯৫৪ জন। মঙ্গলবার পর্যন্ত ১ লাখ ৮৩ হাজার ৭৪১ শিশু করোনা টিকার প্রথম ডোজের আওতায় এসেছে। এর মধ্যে ৮৮ হাজার ৮৪৩ ছাত্র ও ৯৪ হাজার ৮৯৮ জন ছাত্রী। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনে টিকাদান কার্যক্রম অব্যাহত আছে।

 কিছু সমস্যার কারণে উপজেলায় কার্যক্রম শুরু করতে পারছি না। তবে শিগগিরই এ কার্যক্রম শুরু হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর