বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সাভারে চুরি হওয়া নবজাতক সিরাজগঞ্জে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সাভার থেকে চুরি হওয়া চার দিনের নবজাতককে সিরাজগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব। নবজাতক চুরির ঘটনায় এক নারীকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ওই অপহরণকারীর নাম শাহিদা বেগম (২৬)। র‌্যাব-৪ ও র‌্যাব-১২ এর যৌথ অভিযানে মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে নবজাতককে উদ্ধার করা হয়। গতকাল র‌্যাব-৪ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, গত ২ সেপ্টেম্বর সাভারে শামসুন্নাহার (৩৫) ও মোহাম্মদ বাদল (৪০) দম্পতির ঘরে একটি ছেলের জন্ম হয়। মা ও শিশু সুস্থ থাকায় ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তারা তাদের সাভারের রাজ ফুলবাড়িয়া রাজারহাট এলাকার ভাড়া বাসায় চলে যান। গত ৫ সেপ্টেম্বর বিকাল ৩টায় ওই দম্পতির পূর্ব পরিচিত শাহিদা বেগম ও সোহেল রানা দম্পতি তাদের বাসায় নবজাতকটিকে দেখতে আসেন।

  শামসুন্নাহার শিশুটিকে শাহিদা বেগম দম্পতির কোলে দিয়ে অতিথি আপ্যায়নের জন্য রান্নাঘরে যান। এ সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী শাহিদা বেগম ও সোহেল রানা নবজাতককে চুরি করে দ্রুত পালিয়ে যান। শিশুর মা রান্নাঘর থেকে এসে তাদের দেখতে না পেয়ে দিশাহারা হয়ে তার স্বামীকে খবর দেন। এরপর বিভিন্ন জায়গায় শিশুটিকে উদ্ধারে খোঁজ করেন তারা। একপর্যায়ে সোহেল রানা নবজাতকের মা শামসুন্নাহারকে জানান, শিশুটি তার স্ত্রী শাহিদার হেফাজতে সিরাজগঞ্জে আছে এবং শিশুটিকে ফেরত পেতে হলে তাদের নগদ ৮০ হাজার টাকা মুক্তিপণ দিতে হবে। শামসুন্নাহার ও বাদল দম্পতির পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না হওয়ায় শিশুটিকেও ফেরত দেয়নি। পরে তারা র‌্যাব-৪ বরাবর অভিযোগ দিলে শিশুকে উদ্ধারে অভিযান পরিচালনা করে র‌্যাব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর