বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক উৎসব

দলীয় নৃত্য, একক নৃত্য, লোকনৃত্যের শৈল্পিকতার সঙ্গে দেশাত্মবোধক ও আধুনিক গানের সুরের সংমিশ্রণে শিল্পকলা একাডেমিতে শুরু হলো ১০ দিনের সাংস্কৃতিক উৎসব।

গতকাল সন্ধ্যায় একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে শুরু হয় এই উৎসব।

উৎসবে দলীয় নৃত্য, একক নৃত্য ও সংগীত পরিবেশন করেন বরেণ্য, প্রতিশ্রুতিশীল ও শিশু নৃত্যশিল্পীরা।

শিল্পের এই আসরে অনন্যা প্রজ্ঞা পরিবেশন করেন দেশাত্মবোধক গান ‘সুন্দর সুবর্ণ’। হিয়া মেহজাবীন প্রজাপতির কণ্ঠে গীত হয় ‘সেদিন আর কত দূরে’।   একক কণ্ঠে সংগীত   পরিবেশন করেন হেনা হোসেন, অনিন্দিতা খান, মো. সোহেল ভূঁইয়া প্রমুখ।

অপূর্বা ইসলাম পরিবেশন করেন ভরতনাট্যম ‘গোকূল’। ভরতনাট্যম ‘শিবকৃত্ত নাম’ পরিবেশন করেন শিশুশিল্পী টাপুর সাহা। নরসিংহ কৌতুবাম গানের সঙ্গে ভরতনাট্যম পরিবেশন করেন ওয়ার্দা রিহাব। ‘মোর বীণা ওঠে কোন সুরে বাজি’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন অনিক বোস। ‘মেঘপল্লবী’ গানের সঙ্গে ওডিসি নৃত্য পরিবেশন করেন প্রান্তিক দেবশিব। নাচের মুদ্রায় দর্শকদের বিমোহিত করেন কস্তূরী মুখার্জি। ‘ছোঁয়ারাধা অভিসার’ গানের সঙ্গে মনিপুরী নৃত্য পরিবেশন করেন আরিবা ইবনাত। নাচের অনন্যতায় মুগ্ধতা ছড়ান মেহবুবা চাঁদনী, মৌসুমী রানী বর্মণ, একক লোকনৃত্য পরিবেশন করেন দিশা মণি পাল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর