বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

রবিবার থেকে হকার উচ্ছেদ অভিযান

ডিএসসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক

আগামী রবিবার থেকে অতি গুরুত্বপূর্ণ সড়কগুলো লাল চিহ্নিত করা হবে। একই সঙ্গে গুরুত্ব অনুযায়ী হলুদ ও সবুজ স্থান করা হবে। আর এসব সড়কে হকার বসতে দেওয়া হবে না। লাল চিহ্নিত সড়কে রবিবার হকার উচ্ছেদ কার্যক্রম শুরু হবে বলে ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল বঙ্গবন্ধু এভিনিউ বিপণিবিতানের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।

ডিএসসিসি মেয়র বলেন, ‘আজকে বঙ্গবন্ধু এভিনিউ হকার্স মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আমরা একটি নতুন পদক্ষেপে যাচ্ছি, নতুন কার্যক্রমে যাচ্ছি। আগামী রবিবার থেকে নির্দিষ্ট সড়ক আমরা চিহ্নিত করব। লাল চিহ্নিত এলাকায় সড়কে হাঁটার পথে আর হকার বসতে দেব না।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘২০১৯ সালে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব যে রকম মহামারি আকার ধারণ করেছিল এবারও সেই পর্যায়ে যেতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন। আমরা এজন্য প্রথম থেকেই প্রস্তুতি নিয়েছি। যে জরিপগুলোর ফলাফল এসেছিল সেগুলোর ওপর ভিত্তি করে আমরা চিরুনি অভিযান পরিচালনা করেছি এবং গত দুই মাসব্যাপী নিয়ন্ত্রণ কক্ষ পরিচালনা করে এডিস মশার উৎসগুলো ধ্বংসের মাধ্যমে ব্যাপক কার্যক্রম নিয়েছি। যার ফলে ঢাকাবাসীকে এডিস মশার বিস্তার থেকে মুক্তি দিতে পেরেছি।’ এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর