শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

আইসিসিবিতে মুদ্রণ শিল্পের দুটি আন্তর্জাতিক প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) মুদ্রণ ও প্যাকেজিং শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি, মেশিনারিজ, কাগজ, কালি, স্পেয়ার্স ও নানাবিধ যন্ত্রপাতি নিয়ে শুরু হয়েছে দুটি আন্তর্জাতিক প্রদর্শনী। ‘ইমেজেস গ্রুপ প্রেজেন্টস ২য় প্রিন্টেক বাংলাদেশ ২০২২’ ও ‘থ্রি পি বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনী দুটি চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। গতকাল প্রধান অতিথি থেকে প্রদর্শনী দুটির উদ্বোধন করেন এফবিসিসিআইর ভাইস প্রেসিডেন্ট আমীন হেলালী। প্রদর্শনী দুটি প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির (পিআইএবি) যৌথ উদ্যোগে আয়োজিত ‘ইমেজেস গ্রুপ প্রেজেন্টস ২য় প্রিন্টেক বাংলাদেশ ২০২২’-এ প্রিন্টিং খাত সংশ্লিষ্ট আন্তর্জাতিক পণ্য ও প্রযুক্তি তুলে ধরা হয়েছে। এ ছাড়া পেপার, প্লাস্টিক এবং প্যাকেজিং শিল্প নিয়ে ‘থ্রি পি বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করেছে আস্ক ট্রেড ও ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেড। প্রদর্শনী দুটির সার্বিক সহযোগিতা দিয়েছে ইন্ডিয়ান প্রিন্টিং প্যাকেজিং অ্যান্ড অ্যালায়েড মেশিনারি ম্যানফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (আইপিএএমএ), অল ইন্ডিয়া প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান পেপার করোগেটেড অ্যান্ড প্যাকেজিং মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চেয়ারম্যান শহীদ সেরনিয়াবাত, আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া, বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির (পিআইএবি) মহাসচিব জহুরুল ইসলাম, আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেডের পরিচালক নন্দ গোপাল, ইমেজেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রদর্শনীর আয়োজকরা জানান, বর্তমানে সারা দেশে প্রায় ৭ হাজার মুদ্রণ প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ২ হাজার প্রতিষ্ঠানকে প্রযুক্তিগত দিক থেকে আধুনিক বলা যায়। দেশে বর্তমানে প্রতি বছর এ শিল্পের ৪ হাজার কোটি টাকার বাজার রয়েছে, যার মধ্যে ১৬০ কোটি রপ্তানিভিত্তিক। ৩ লাখের বেশি মানুষ সরাসরি সম্পৃক্ত এ শিল্পের সঙ্গে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর