শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ীদের ৭২ ঘণ্টার আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

স্বর্ণ ব্যবসায়ী বিমান ধর হত্যাকারীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। অন্যথায় রবিবার চট্টগ্রামের সব স্বর্ণের দোকান বন্ধ থাকবে। একই সঙ্গে চট্টগ্রাম প্রেস ক্লাবে মানববন্ধন করা হবে। গতকাল বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) চট্টগ্রাম জেলার শাখার সদস্য বাবু বিমান ধরকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেওয়া হয়। বাজুস চট্টগ্রাম শাখার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাজুস চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক প্রণব সাহা। উপস্থিত ছিলেন বাজুস চট্টগ্রাম শাখার সভাপতি মৃণাল কান্তি ধর, সহসভাপতি সিদুল কান্তি ধর, বিপ্লব সাহা, নিটন ধর, দীলিপ ধর, যিশু বণিক ও হারাধন মহাজন, সহ-সম্পাদক কাজল বণিক, অমিত ধর, নুরুল হক, সুকুমার দে, শাহজাহান সিদ্দিকী, খোকন ধর ও প্রদীপ গুহ, কোষাধ্যক্ষ প্রতাপ ধর, দফতর সম্পাদক শম্ভু ধর, সদস্য তমাল ধর, মিননাথ ধর, তপন ধর ও নুরুল আবছার চৌধুরী। বাজুস চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক প্রণব সাহা বলেন, ‘বারবার স্বর্ণ ব্যবসায়ীরা হত্যাসহ নানাভাবে নৃসংশতার শিকার হচ্ছেন। আমরা এর প্রতিকার চাই। আগামী ৭২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার না হলে রবিবার থেকে চট্টগ্রামের সব স্বর্ণের দোকান বন্ধ রাখা হবে। এর পরও আসামিদের গ্রেফতার করা না হলে নতুন করে কর্মসূচি ঘোষণা করব।’ সংবাদ সম্মেলনে বলা হয়, ‘৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে বাবু বিমান ধর নগরের রাহাত্তারপুলের নিজ দোকান বন্ধ করে পটিয়া গৈড়ালা যাওয়ার পথে সন্ত্রাসীরা তাকে নৃশংসভাবে হত্যা করে।

 আমরা আজ এর প্রতিবাদে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের প্রতিটি মন্ত্রণালয় এবং সারা দেশের প্রতিটি স্বর্ণ ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে হত্যাকান্ডের বিষয়টি পৌঁছে দিতে এ আয়োজন করেছি।’

লিখিত বক্তব্যে বলা হয়, ‘আপনারা জানেন ৯ মার্চ চট্টগ্রামের নাজিরহাট বাজারের জনতা জুয়েলার্সের মালিক বাবু উত্তম ধর কুসুমকে একই কায়দায় নির্মমভাবে হত্যা করা হয়। এখনো পর্যন্ত তার পরিবার এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার পায়নি। ক্রমান্বয়ে বিচারহীনতার সংস্কৃতির কারণে স্বর্ণ ব্যবসায়ীদের হত্যা করা, দোকানে ডাকাতি, ছিনতাইসহ কোনো ঘটনারই এখন পর্যন্ত সুষ্ঠু তদন্ত ও বিচার আমরা পাইনি। তাই আমরা বাজুস চট্টগ্রাম শাখা স্পষ্টভাবে বলতে চাই, ৭২ ঘণ্টার মধ্যে বিমান ধরের হত্যাকারীদের গ্রেফতার করা না হলে আগামী রবিবার দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রামের সব স্বর্ণের দোকান বন্ধ থাকবে। এর পরও হত্যাকারী গ্রেফতার না হলে চট্টগ্রামের সব স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। একই সঙ্গে আমরা পুলিশ প্রশাসনকে বলব, অতিদ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে হত্যাকারীদের মুখোশ উন্মোচন করুন। নেপথ্যের নায়ক ও গডফাদারকে আইনের কাছে সোপর্দ করুন।’

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে নিউ সৌদিয়া গোল্ড ফ্যাশনের মালিক বিমান ধর সন্ত্রাসী কর্তৃক নির্মমভাবে হত্যার শিকার হন। নিহত বিমান পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের বণিকপাড়ার দুলাল ধরের ছেলে। এ ঘটনায় পটিয়া থানায় বিমান ধরের ভাই ধীমান ধর বাদী হয়ে বুধবার হত্যা মামলা করেছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, ‘বিমান ধরকে হত্যার ঘটনায় তার ভাই ধীমান ধর বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আমরা এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর