সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

গুলিস্তান ভবনের দখলকৃত ও দাহ্য পদার্থের দোকান উচ্ছেদের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মার্কেট ‘গুলিস্তান কমপ্লেক্স ভবনে’র অবৈধভাবে দখলকৃত দোকান উচ্ছেদ, চিলেকোঠা, সিঁড়ি ও নবম তলায় দাহ্য পদার্থের দোকান দ্রুততম সময়ের মধ্যে খালি করার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। এ ছাড়া লালমনিরহাট জেলায় বীর মুক্তিযোদ্ধা সমাধি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই বাঁধানো কবর ভেঙে পড়ায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ৩১তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শাজাহান খান। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, এ বি তাজুল ইসলাম, ওয়ারেসাত হোসেন বেলাল এবং মোছলেম উদ্দিন আহমদ বৈঠকে অংশগ্রহণ করেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, তথ্য অধিকার আইন অনুসরণ না করে কোনো তথ্য উপাত্ত প্রচার বা প্রকাশ না করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

 একইসঙ্গে গুলিস্তানে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের গুলিস্তান কমপ্লেক্স ভবন নিয়ে বেসরকারি টেলিভিশন ‘নাগরিক টিভি’ এর ‘একপেশে’ সংবাদ পরিবেশন করেছে মর্মে অভিযোগ তুলে নাগরিক টিভি’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে কমিটি। এ ছাড়া মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সাবেক উপ-মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলামের দুর্নীতি সংক্রান্ত সব তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার যাবতীয় পেনশন ও অন্যান্য সুবিধাদি বন্ধ রাখার সুপারিশ করে কমিটি। বৈঠকে বীর মুক্তিযোদ্ধাগণের চিকিৎসার জন্য বার্ষিক প্রদেয় ৭৫ হাজার টাকা মাসিক ভাতার সঙ্গে সমন্বয় করার সুপারিশ করা হয়। বৈঠকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পক্ষে-বিপক্ষে কতটি মামলা চলমান রয়েছে, কতটি মামলা নিষ্পত্তি হয়েছে তার সংখ্যা জানতে চেয়েছে কমিটি। একইসঙ্গে বিজ্ঞ আইনবিদদের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জমি/সম্পত্তি সংক্রান্ত মামলাগুলো পরিচালনার সুপারিশ করে কমিটি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর