সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

মিশিগানের প্যারেডে বাঙালির বাংলাদেশ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

মিশিগানে বাংলাদেশি অধ্যুষিত হ্যামট্রমিক সিটি ঝলসে উঠল বাঙালি সংস্কৃতির পরিপূরক পোশাকে আচ্ছাদিতদের সরব উপস্থিতিতে। হ্যামট্রমিক সিটির শত বছরপূর্তি উপলক্ষে গত ৫ সেপ্টেম্বর অন্য জাতিগোষ্ঠীর মতো বাঙালিরা মেতে উঠেছিলেন শেকড়ের সঙ্গে। ছোট্টমণিরাও বাঙালি বধূ বেশে রাস্তায় নেমেছিল। বাঙালির ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি, পাঞ্জাবি, গামছা, শাড়ি-ব্লাউজ পরিহিত নারী-পুরুষ-শিশু-কিশোর আর তরুণ-তরুণীরা দৃষ্টি কাড়েন সবার। বহুজাতিক সমাজে বাঙালির হাজার বছরের ঐতিহ্যের পরিপূরক সংস্কৃতিকে পরিচিত করার তাগিদে ‘লেবার ডে’ প্যারেডে এভাবে অংশগ্রহণকে খুবই উপযোগী ভেবেছেন প্রবাসীরা। এ অভিমত পোষণ করে হ্যামট্রমিক সিটির কাউন্সিলম্যান নাঈম চৌধুরী বলেন, নিজের দেশকে অন্য জাতির কাছে তুলে ধরতে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি, পাঞ্জাবি ও গামছা পরে এসেছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর