সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
বরিশাল জেলা পরিষদ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন এ কে এম জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগ সভাপতি এ কে এম জাহাঙ্গীর। সংসদের এবং মাঠের দুই বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে না। আওয়ামী লীগের ছয়জন চেয়ারম্যান পদে দলের মনোনয়ন চেয়ে আবেদন করলেও গত শনিবার রাতে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড এ কে এম জাহাঙ্গীরের হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছে। অন্য পাঁচজন মনোনয়ন প্রত্যাশীও দলের এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করছেন এ কে এম জাহাঙ্গীর। ছাত্রজীবনে কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন। আইনজীবী সমিতির শীর্ষ পদেও ইতিপূর্বে নির্বাচিত হয়েছেন তিনি। এ কে এম জাহাঙ্গীর বলেন, তার প্রথম কাজ হবে জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করা। এ জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি এবং বরিশাল জেলা পরিষদে নৌকার কান্ডারি এ কে এম জাহাঙ্গীর।

বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম জানান, একক প্রার্থীর ক্ষেত্রে মনোনয়নপত্র প্রত্যাহারের (২৫ সেপ্টেম্বর) পরদিন বেসরকারিভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়। পরে গেজেট জারি করে নির্বাচন কমিশন। জেলা পরিষদে এবার চেয়ারম্যান ছাড়াও ১০ উপজেলায় সাধারণ সদস্য পদে ১০ জন এবং সংরক্ষিত সদস্য পদে চারজন প্রার্থী নির্বাচিত হবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর