সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

হিজড়ার ছদ্মবেশে মাদক মামলার আসামি বিল্লাল

নিজস্ব প্রতিবেদক

দুই বছরের সাজা থেকে বাঁচতে সাত বছর ধরে হিজড়ার ছদ্মবেশে ছিলেন বিল্লাল হোসেন নামে এক মাদক মামলার আসামি। তবে শেষ পর্যন্ত তিনি গ্রেফতার এড়াতে পারেননি। শনিবার রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ডিএমপির শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য জানান। ওসি বলেন, মাদক মামলায় জামিনে বের হয়ে কারাবাস থেকে রেহাই পেতে বিল্লাল হিজড়ার ছদ্মবেশ ধারণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিচ্ছিল। সে হিজড়া নয়। গ্রেফতারের পর তার ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে প্রকৃত নাম ও ঠিকানা নিশ্চিত হওয়া যায়। গত সাত বছর ধরে হিজড়ার ছদ্মবেশ নিয়ে সে আত্মগোপনে ছিল। এর আগে, ২০১২ সালের ৭ সেপ্টেম্বরে মাদকসহ বিল্লালকে গ্রেফতার করে শাহআলী থানা পুলিশ।

 পরে তার বিরুদ্ধে মাদক মামলা হয়। এই মাদক মামলা থেকে জামিনে বের হয়ে মামলার দায় থেকে বাঁচাতে শাহআলী এলাকা ছেড়ে সে চলে যায়। ওই মাদক মামলায় বিল্লালের দুই বছর সাজা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর