সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

দেশে পথশিশু ১৫ লাখ মাদকাসক্ত ৮৫ ভাগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত সেমিনারের মূল প্রবন্ধে বলা হয়েছে, দেশে বর্তমানে পথশিশুর সংখ্যা প্রায় ১৫ লাখ। এসব শিশুর মধ্যে মাদকে আসক্ত ৮৫ ভাগ। খাবারের সংগ্রাম করছে ৮০ ভাগ এবং যৌন নির্যাতন ও শোষণের শিকার ৪৬ ভাগ।

জাতীয় সংসদের এলডি হলে গতকাল অনুষ্ঠিত এক সেমিনারে ঢাকা আহ্ছানিয়া মিশন ও স্ক্যান বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের চেয়ারম্যান শামসুল হক টুকু। তিনি বলেন, আজ যে শিশুটি জন্মগ্রহণ করছে সে রাষ্ট্রের মালিক। সুতরাং সেই শিশুটি পথে থাকতে পারে না। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে ভাসমান শিশুর সংখ্যাও বাড়ছে। এদের সম্পদ হিসেবে গড়ে তোলার দায়িত্ব সবার। সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়ে পথশিশুদের সমস্যার সমাধান করতে হবে। বিশেষ করে শিশু অধিকার রক্ষায় একটি ক্রস সেক্টর বডি গঠন করা জরুরি।

সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর ড. কাজী শরিফুল আলম। সেমিনারের মূল প্রবন্ধে ক্রস সেক্টর বডির ধারণা উপস্থাপন করেন স্ক্যান বাংলাদেশের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর