শিরোনাম
মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

খুলনায় নিখোঁজ গৃহবধূর স্বামী গ্রেফতার, রিমান্ডের আবেদন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার দৌলতপুরে মহেশ্বরপাশা এলাকা থেকে গৃহবধূ রহিমা বেগমের অপহরণের ঘটনায় পুলিশ ভিকটিমের দ্বিতীয় স্বামী বেলাল হাওলাদারকে গ্রেফতার করেছে। গতকাল জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়। আজ (মঙ্গলবার) রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে রবিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে ফুলবাড়িগেট এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি আড়ংঘাটা থানাধীন তেলীগাতি এলাকার ইসমাইল হাওলাদারের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক লুৎফুর হায়দার বলেন, রহিমা বেগমের দ্বিতীয় স্বামী বেলাল হাওলাদারের গতিবিধি সন্দেহ হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মামলায় আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের রিমান্ডের আবেদন করলে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। তাদের কাছ থেকে তেমন কোনো তথ্য পায়নি পুলিশ। উল্লেখ্য, প্রথম স্বামীর মৃত্যুর পর বেলাল হাওলাদারকে বিয়ে করে মহেশ্বরপাশা এলাকায় নিজের বাড়িতে থাকতেন রহিমা বেগম।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ২৭ আগস্ট রাতে বাড়ির দোতলা থেকে পানি নিতে নিচে নেমে অপহৃত হন রহিমা  বেগম। তাকে সম্ভাব্য স্থানে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা প্রথমে থানায় সাধারণ ডায়েরি ও পরে মামলা করেন। পুলিশ অপহৃত গৃহবধূকে উদ্ধারের চেষ্টা করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর