মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

শেয়ারবাজারে কমেছে সূচক ও লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের দ্বিতীয় দিনে সূচক পতনের সঙ্গে লেনদেনের পরিমাণ কমেছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও কমেছে মূল্যসূচক। চলতি সপ্তাহে লেনদেন হওয়া দুই কার্যদিবসেই শেয়ারবাজারে মূল্যসূচক ও লেনদেন কমল। দিনের লেনদেন শেষে ডিএসইতে ১২৪টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৫টির এবং ১৩৯টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ কমে ৬ হাজার ৫২৮ পয়েন্টে নেমে গেছে। দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৩৬০ কোটি ৭৪ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৬৯১ কোটি ৫৬ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৩৩০ কোটি ৮২ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ১৯৭ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২ টাকা ২০ পয়সা কমে ৩৭ টাকা ২০ পয়সায় লেনদেন শেষ হয়েছে প্রতিষ্ঠানটির শেয়ার। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ১৫৪ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হয়েছে।

৫৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৬১ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৭ কোটি ৯২ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ২৯১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮১টির এবং ১০০টির দাম অপরিবর্তিত রয়েছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর