বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

জাতীয় প্রেস ক্লাবে ফিটনেস সেন্টার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেস ক্লাবে ফিটনেস সেন্টার উদ্বোধন

জাতীয় প্রেস ক্লাবে ফিটনেস সেন্টার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল -বাংলাদেশ প্রতিদিন

জাতীয় প্রেস ক্লাবে ফিটনেস সেন্টার চালু হয়েছে। ফিটনেস সেন্টার উদ্বোধন করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা সবার খবর রাখলেও নিজেদের প্রতি বরাবরই উদাসীন থাকেন। আমরা দেখেছি কভিডকালীন সারা দেশে লকডাউন চলাকালে সবাই ঘরের মধ্যে থাকলেও সাংবাদিকদের মাঠে থাকতে হয়েছে খবর সংগ্রহের জন্য। সাংবাদিকরা শরীর চর্চার কাজটি করতে পারেন না সময়ের অভাবে। জাতীয় প্রেস ক্লাবে অবস্থানকালে তারা যাতে কাজের ফাঁকে নিজেদের শরীরের যত্ন নিতে পারেন সে বিবেচনায় এই ফিটনেস সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন। ক্লাবের তিনতলায় সোমবার সদ্যনির্মিত ফিটনেস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাইফ পাওয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ক্রীড়া উপকমিটির আহ্বায়ক শাহনাজ সিদ্দিকী সোমার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সিনিয়র সহসভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন ও ভানুরঞ্জন চক্রবর্তী। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সাইফুল আলম, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, ডিবিসি টিভির বার্তা প্রধান প্রণব সাহা, সিনিয়র সাংবাদিক মো. সফিকুল করিম সাবু, মো. হাসান উল্লাহ খান রানা, মোজাম্মেল হক চঞ্চলসহ ক্লাব সদস্যবৃন্দ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর