বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

আস্থা অর্জন করে ইভিএমে ভোট গ্রহণ করা যেতে পারে : ইসলামী ঐক্যজোট

নিজস্ব প্রতিবেদক

জনগণের আস্থা অর্জন করে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা যেতে পারে বলে মন্তব্য করেছে ইসলামী ঐক্যজোট। দলের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহ গতকাল এক যৌথ বিবৃতিতে আরও বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের আধুনিক প্রযুক্তি বিশ্বের অনেক রাষ্ট্রেই গ্রহণ করা হয়েছে। তবে এ পদ্ধতিটি নির্ভুল নিখুঁত হওয়া আবশ্যক। নেতৃদ্বয় আরও বলেন, নির্বাচন কমিশনকে ইভিএমের ক্ষেত্রে জনগণের শঙ্কা কাটানোর লক্ষ্যে সর্বাত্মক প্রয়াস চালাতে হবে। এ পদ্ধতির ওপর আস্থাহীনতা এবং কোনো ধরনের দুর্বলতা থাকলে তা দূর করে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব কমিশনকেই নিতে হবে। আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই রাজনৈতিক দল ও সাধারণ জনগণের এই শঙ্কা কাটানোর লক্ষ্যে নির্বাচন কমিশন যথাযথ ভূমিকা পালন করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর