বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
খুলনায় বিএমএ নির্বাচন-২০২২

আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের দুই প্যানেল প্রতিদ্বন্দ্বিতায়

নিজস্ব প্রতিবেদক, খুলনা

চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন খুলনা শাখার নির্বাচন (খুলনা বিএমএ নির্বাচন-২০২২) আজ অনুষ্ঠিত হচ্ছে। এতে আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ সাত বছর পর নির্বাচনকে ঘিরে সরকারি-বেসরকারি হাসপাতাল ও চিকিৎসক পাড়ায় উৎসব বিরাজ করছে। এবারের নির্বাচনে বিএমএ খুলনার বর্তমান সভাপতি ডা. শেখ বাহারুল আলম এবং সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ পৃথক দুটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন। ডা. বাহারুল আলমের প্যানেলে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন তরুণ চিকিৎসক নেতা ডা. জিল্লুর রহমান তরুণ। অন্যদিকে ডা. মেহেদী নেওয়াজের প্যানেলে সভাপতি প্রার্থী হয়েছেন ডা. কাজী হামিদ আসগর। তারা সবাই আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠনের স্বাচিপের বিভিন্ন পর্যায়ের নেতা। এদিকে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ নির্বাচনে অংশ নিচ্ছে না। নির্বাচনে মোট ভোটার রয়েছেন ২ হাজার ১৭৮ জন। ২৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৯ জন প্রার্থী। বিএমএ মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২০১৫ সালে বিএমএর দ্বিবার্ষিক নির্বাচন হয়েছিল। কিন্তু কমিটির মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়ে গেলেও দীর্ঘদিন নির্বাচন হয়নি। 

ডা. বাহারুল আলম-ডা. তরুণ পরিষদ এবং ডা. হামিদ আসগর-ডা. মেহেদী নেওয়াজ পরিষদে ২৪টি পদে ৪৮ জন প্রার্থী হয়েছেন। তবে এ দুটি পরিষদের বাইরে গিয়ে সহসভাপতি প্রার্থী হয়েছেন ডা. মামুনুর রশীদ। অর্থাৎ নির্বাচনে ২৪টি পদে মোট প্রার্থী ৪৯ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর