বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

২৫ বছরেও চাকরি স্থায়ী না হওয়ায় আমরণ অনশনে গণপূর্তের কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ২৫ বছরেও স্থায়ী না হওয়ায় চাকরি স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন গণপূর্ত অধিদফতরের   অধীনে কর্মরত দৈনিক ভাউচারভিত্তিক কর্মচারীরা। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অনশন কর্মসূচি পালন শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না বলে ঘোষণা দিয়েছেন অনশনকারীরা। এর আগে তারা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। কর্মসূচিতে মনির হোসেন শোভন, হাবিবুর রহমান, মো. ইসমাইল খান, মৌ মনির, আনোয়ার  পারভেজ ও জিয়াউর রহমানসহ ৫ শতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন।

কর্মচারীরা জানান, গণপূর্ত অধিদফতরে দৈনিক ভাউচারভিত্তিক কর্মচারী হিসেবে অন্তত ১ হাজার ৫১৭ জন কর্মচারী দীর্ঘ ২৫ বছর বা তার অধিক সময় ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। দৈনিক হারে যে পরিমাণ পারিশ্রমিক দেওয়া হয়, তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। তা দিয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সহকর্মীদের কেউ মারা গেলে চাঁদা তুলে দাফন সম্পন্ন করতে হয়। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা সম্ভব হচ্ছে না। অসুস্থ হলে চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মরতে হয়। বিভিন্ন দফতরে দীর্ঘদিন ধরে দাবি আদায়ের কথা জানিয়ে কোনো প্রতিকার  মেলেনি। দুই বছর পর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করলে অধিদফতর থেকে মন্ত্রণালয়ে একটি ত্রুটিপূর্ণ তালিকা পাঠায়। কিন্তু ওই তালিকাটিও অন্তত ছয় মাস ধরে ফাইলবন্দি। এ জন্য তারা এক দফা দাবি নিয়ে অনশন কর্মসূচি পালনের কথা জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর