বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সিলেট যুবদলের নবনির্বাচিত সম্পাদক মকসুদ কারাগারে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

কাউন্সিলে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার চার দিনের মাথায় র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন মকসুদ আহমদ। গতকাল ভোররাতে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। গতকাল বিকালে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দলীয় সূত্র জানান, বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে মকসুদকে গ্রেফতার করে। দুপুরে তাকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, মকসুদের বিরুদ্ধে পুরনো নাশকতার মামলা ছিল। তবে কোনো গ্রেফতারি পরোয়ানা ছিল না। র‌্যাব তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে। পরে ওই নাশকতা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। ১০ সেপ্টেম্বর সিলেট জেলা যুবদলের কাউন্সিলে তৃণমূলের ভোটে মকসুদ আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

 এর আগে তিনি জেলা যুবদলের সদস্যসচিব ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর