বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বরিশালে করোনা শনাক্তের হার ৪৪ শতাংশের বেশি

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ৪০২ জনের দেহে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৮.৪১ শতাংশ। তবে বরিশাল বিভাগে শনাক্তের হার ছিল ৪৪.৪৪ শতাংশ, যা দেশের মধ্যে সর্বোচ্চ। এই বিভাগে আগের দিনও শনাক্তের হার ছিল ৪৬.৬৭ শতাংশ। তবে নমুনা পরীক্ষা বেশি হওয়ায় গত ২৪ ঘণ্টায় প্রায় ৮৬ ভাগ রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৮১ জনের নমুনা পরীক্ষায় ৪০২ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। গত কয়েকদিন ধরে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও বরিশাল বিভাগে শনাক্তের উচ্চ হার বজায় রয়েছে। সবচেয়ে উচ্চহার বরিশাল বিভাগে। শনাক্তের হার কম রয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং ওঠানামা করছে রংপুর ও খুলনা বিভাগে। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল যথাক্রমে বরিশাল বিভাগে ৪৪.৪৪ শতাংশ, ঢাকা ও রাজশাহী বিভাগে ৮.৯২ শতাংশ, ময়মনসিংহ বিভাগে ৭.৯২ শতাংশ, সিলেট বিভাগে ৫.২২, রংপুর বিভাগে ৩.৯২, চট্টগ্রাম বিভাগে ৩.৪০ শতাংশ ও খুলনা বিভাগে ২.৪৪ শতাংশ।

তবে আগের দিন খুলনায় ১৮.৩৪ শতাংশ ও রংপুরে ১৩.৬৪ শতাংশ ছিল শনাক্তের হার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর