বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

আত্মহত্যা ঠেকাতে শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা ঠেকাতে কাউন্সেলিংয়ের জন্য মাধ্যমিক পর্যায়ের ২ লাখ শিক্ষককে প্রশিক্ষণ শুরু হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সভাপতির বক্তব্য প্রদানকালে গতকাল এসব কথা বলেন   শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, তরুণ-তরুণী, বয়োসন্ধিকালে  যারা রয়েছে, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এর নানা কারণ। অতিমারির মধ্যে মানুষের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে হতাশা তৈরি হয়েছে। আমরা মাধ্যমিক পর্যায়ের ২ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দিতে শুরু করেছি।

আমরা চাই প্রতিটি বিদ্যালয়ে দুজন শিক্ষক কাউন্সেলিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হবেন। তারা শিক্ষার্থীদের যে কোনো ধরনের সমস্যা, সংশয়, হতাশা আছে- সে বিষয়ে পরামর্শ দেবেন।

শিক্ষামন্ত্রী বলেন, একই সঙ্গে অভিভাবকদের বলব, আমাদের জীবনের প্রতিযোগিতা যেন সন্তানদের ওপর চাপিয়ে না দেই। চেষ্টা করতে হবে    সন্তানদের সক্ষমতা অনুযায়ী, মেধা অনুযায়ী যতটা ভালো করার ততটুকু সে করবে। সবার চেষ্টা করতে হবে অসুস্থ প্রতিযোগিতা মুক্ত থাকতে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর