শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

খুলনায় কিশোর গ্যাং ফের বেপরোয়া

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনায় কিশোর গ্যাং ফের বেপরোয়া

খুলনায় ‘কিশোর গ্যাং’ আবারও মাথাচাড়া দিয়েছে। মাত্র ১০০ টাকা নিয়ে বিরোধের জেরে ইয়াসিন আরাফাত (২২) নামে এক মাছ ব্যবসায়ীকে কিশোর গ্যাংয়ের সদস্যরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নগরীর শেরেবাংলা রোডে গতকাল এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইজিবাইকে করে সাত-আটজন কিশোর এসে ইয়াসিনকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ইয়াসিন নগরীর কেসিসি সান্ধ্য বাজারে মাছ বিক্রি করতেন ও মামার সঙ্গে পশ্চিম বানিয়াখামার এলাকায় ভাড়া থাকতেন। নিরালা ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক আবদুল হান্নান বলেন, ধারালো চাপাতি দিয়ে তার বুকে আঘাত করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, হত্যায় জড়িতদের বয়স ১৫-১৮ বছরের মধ্যে। ঘটনাস্থলে তারা একটি ইজিবাইক ফেলে পালিয়ে যায়। এদিকে গত দুই সপ্তাহে আলাদা ঘটনায় খালিশপুর মদিনাবাগ এলাকায় হৃদয় (২২), টুটপাড়া গাছতলা এলাকায় গৌরব দাস (২২) ও লবণচারা ছাচিবুনিয়া মোড় এলাকায় আউয়ালকে (৩৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, এসব ঘটনার পেছনে এলাকাভিত্তিক কিশোর গ্যাংয়ের সদস্যরা জড়িত। এ ছাড়া ১৪ আগস্ট রাতে খুলনার রেলস্টেশন এলাকায় মোবাইল ফোনে ডেকে নিয়ে দুই কলেজছাত্রকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা। আহত দুজনই খুলনার শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, কিশোর-তরুণরা অনলাইনভিত্তিক বিভিন্ন নিষিদ্ধ গেমে আসক্ত হচ্ছে। কয়েকজন একত্রিত হয়ে অপরাধ ঘটানোর কৌশল তারা শিখছে গেম থেকেই। ইভটিজিং, মেয়েদের উত্ত্যক্ত করা, মাদক বিক্রির অর্থ ভাগাভাগির ঘটনায় তারা হামলা, মারামারি, জখম, খুনে জড়িয়ে পড়ছে। সম্প্রতি আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার জানান, কিশোর গ্যাংয়ের বিস্তার সমাজের জন্য শঙ্কার। তিনি জনপ্রতিনিধি শিক্ষক, এনজিও প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বলেন, স্কুল ও কলেজপড়ুয়া কিশোর-তরুণরা পাড়া-মহল্লায় বিভিন্ন গ্যাংয়ে জড়িয়ে পড়ছে। রাজনৈতিক ছত্রচ্ছায়ায় খুলনায় কিশোর গ্যাং আরও বেপরোয়া হয়ে উঠেছে। জানা যায়, ২৭ আগস্ট খালিশপুরে রাজনৈতিক কর্মসূচি চলাকালে বিরোধে জড়িয়ে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় অনেক কিশোরকে ধারালো অস্ত্র হাতে নেতা-কর্মীদের বাড়িতে হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুর করতে দেখা যায়। এ ছাড়া ১ এপ্রিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে মেয়েদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় ফুলতলা এম এম কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী আলিফ রোহানকে ছুরিকাঘাতে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এতে জড়িত কিশোর গ্যাং ‘শান্ত-হাসনাত-তাছিন’ গ্রুপের সদস্যরা একটি রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় এলাকায় ত্রাস সৃষ্টি করত বলে জানা গেছে। খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, সময়ের সঙ্গে সঙ্গে অপরাধের ধরন বদলাচ্ছে। অনলাইনভিত্তিক বিভিন্ন নিষিদ্ধ গেমে আসক্তি তাদের বাস্তবক্ষেত্রে অপরাধমূলক কর্মকান্ডে উৎসাহ জোগাচ্ছে।  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর