শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামে পূজামন্ডপের নিরাপত্তায় থাকবে আওয়ামী লীগ : নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শারদীয় দুর্গোৎসবে নগরীর ২৮২ পূজামন্ডপে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়িত্ব পালন করার কথা জানিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। গতকাল দুপুরে নগরীর জেএমসেন হলে মহানগর পূজা উদযাপন পরিষদ আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাছির বলেন, দুর্গোৎসব চলাকালীন ষড়যন্ত্রকারীরা যাতে কোনো ধরনের নৈরাজ্য বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগের ওয়ার্ড, থানা, এমনকি ইউনিটের নেতা-কর্মীরা সহায়ক দায়িত্ব পালন করবেন। এ ব্যাপারে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সংশ্লিষ্ট নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সঙ্গে পূজা উদযাপন পরিষদের বৈঠক আহ্বান করা হয়েছে। দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বৈঠকে করণীয় নির্ধারণ করা হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার সভাপতি আশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মিথুন মল্লিকের সঞ্চালনায় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জে এল ভৌমিক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ-কেন্দ্রীয় কমিটির সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর  সেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর