শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সরকারি দলের হয়ে কাজ করছে ইসি : সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, একের পর এক বিতর্কিত পদক্ষেপ নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতাকে তলানিতে নিয়ে গেছে। সব বিরোধী দলের মতামত অগ্রাহ্য করে ভোটারদের ওপর স্বেচ্ছাচারীভাবে ইভিএম চাপিয়ে দেওয়ার তৎপরতা প্রমাণ করে নির্বাচন কমিশন সরকারি দলের হয়েই কাজ করছে। গতকাল সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর কমিটির সভায় তিনি এ কথা বলেন। সাইফুল হক বলেন,  বিরোধী দলসমূহের মতামত উপেক্ষা করে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করেছে, তা গ্রহণযোগ্য নয়। এমনকি রাজনৈতিক দলসমূহের বক্তব্যকে তারা বিকৃত ও পরিবর্তন করেছে, যা বিস্ময়কর ও অপরাধ। সরকার ও সরকারি দলের এজেন্ডা বাস্তবায়ন নির্বাচন কমিশনের কাজ নয়। তিনি বলেন, নির্বাচন যত এগিয়ে আসছে সরকার ও সরকারি দল ততই সহিংস হয়ে উঠছে। পরিকল্পিতভাবে রাজনীতিকে তারা সংঘাতের পথে ঠেলে দিচ্ছে। বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ সভা-সমাবেশেও তারা হামলা চালাচ্ছে। পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কামরুজ্জামান ফিরোজ, আবুল কালাম আজাদ, সালাউদ্দিন আহমেদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর