শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

রাজশাহী রেলস্টেশনে টিকিট কালোবাজারি, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী রেলস্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করেছে রেলওয়ে জিআরপি থানা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের টিকিট কাউন্টারের পাশ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ট্রেনের ১০টি টিকিট জব্দ করা হয়। আটক যুবকের নাম মো. মোস্তফা। সে তার পিতার সঙ্গে রেলস্টেশনের সামনে ভ্যানে আনারস কেটে বিক্রি করত। তবে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িয়ে এ ব্যবসা বন্ধ করে দিয়েছে। পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, রাতে টিকিট বিক্রির জন্য কাউন্টারের পাশে দাঁড়িয়ে ক্রেতা খুঁজছিলেন ওই যুবক। এ সময় ১০টি নন এসি অনলাইন টিকিটসহ তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছে স্টেশনের পাশে ঢাকা বাসস্ট্যান্ড এলাকার কোনো এক কম্পিউটার দোকান (এজেন্ট) থেকে টিকিটগুলো সংগ্রহ করেছে। সে বেশি দামে বিক্রির জন্য ক্রেতা খুঁজছিল। রেলওয়ের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পশ্চিমাঞ্চলের চিফ কমান্ড্যান্ট আসাবুল ইসলাম জানান, জিআরপি থানা পুলিশ ও আরএনবি সদস্য তাকে আটক করে। তার সঙ্গে কারা জড়িত সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। এরপর মামলা করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর