রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

রাঙ্গার ভোটব্যাংক নিয়ে জল্পনা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রাঙ্গার ভোটব্যাংক নিয়ে জল্পনা

জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গাকে সম্প্রতি দল থেকে অব্যাহতি দেওয়ায় রংপুর সিটির আসন্ন নির্বাচনে তাঁর ভোটব্যাংক কোন প্রার্থীকে আনুকূল্য দেবে, তা নিয় চলছে জোর জল্পনা-কল্পনা। দলটির নেতা-কর্মীরা মনে করছেন রংপুর জাতীয় পার্টির ঘাঁটি। এখানে লাঙল ছাড়া কারও বিজয়ী হওয়ার সম্ভাবনা নেই। আবার জাপার একটি পক্ষ মনে করছে রাঙ্গার অব্যাহতি নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে আওয়ামী লীগ ও নির্বাচন বিশ্লেষকরা মনে করছেন রংপুরে রাঙ্গার নিজস্ব যে ভোটব্যাংক তা সিটি নির্বাচনে নৌকা প্রতীকের শক্তি বাড়িয়ে দেবে। 

জানা গেছে, রংপুর সিটি করপোরেশন নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের শেষভাগে অথবা জানুয়ারির প্রথমভাগে হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে এখনো প্রায় ৪ মাস বাকি। এর মধ্যেই রসিক নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপিসহ অন্যান্য দলের কম পক্ষে ১৫ জন প্রার্থী নগরীর ৩৩টি ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছেন। এদের কেউ মতবিনিময়, কেউ হ্যান্ডবিল বিতরণ, কেউ বৈঠক করে নিজের গুণগান প্রকাশ করছেন, কেউ আবার মোটরসাইকেলে শো-ডাউন দিচ্ছেন। বিগত সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী (প্রয়াত) বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টুকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা নির্বাচিত হন। এবার সিটিতে জয়ের প্রাণপণ চেষ্টা করছে আওয়ামী লীগ। অনেকের ধারণা, বিগত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হেরে যাওয়ার কারণ দলের মধ্যে অনৈক্য। এবারও অনৈক্য হলে আওয়ামী লীগ প্রার্থী যাকেই করা হোক না কেন সুবিধা করতে পারবে না। অন্যদিকে  রাঙ্গাকে অব্যাহতি দেওয়ার পর রংপুরে আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে একটা চাঙাভাব লক্ষ্য করা গেছে। বিশ্লেষকরা বলছেন, রাঙ্গা শুধু জাতীয় পার্টির নেতা নন, তিনি  মোটর মালিক সমিতির নেতা। এ ছাড়াও তার নিজস্ব ভোটব্যাংক রয়েছে। ওসব ভোট যদি লাঙলের বিপরীতে যায় তবে বেকায়দায় পড়তে পারেন জাতীয় পার্টির প্রার্থী।  জাতীয় পার্টির একাধিক নেতা মনে করেন, রাঙ্গার অব্যাহতির পর রংপুরে জাতীয় পার্টিতে কিছুটা হলেও বিরূপ প্রভাব পড়ছে। এর প্রভাব নির্বাচনেও পড়বে। তাতে করে লাঙল মার্কা প্রার্থীর জেতা গত নির্বাচনের  মতো সহজ হবে না। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজি আবদুর রাজ্জাক অবশ্য বলেন, রংপুরে লাঙলের বিকল্প নেই।

এদিকে আওয়ামী লীগের নেতারা মনে করছেন, উন্নয়নের স্বার্থে এবার রংপুরের মানুষ ভুল করবে না। তারা এবার নৌকা মার্কাকে বিজয়ী করবে। মানবাধিকার কর্মী মহিউদ্দিন মখদুমির ধারণা, জাপার এই বিভক্তিতে উপকার আওয়ামী লীগের, যা দলটিকে সিটি নির্বাচনে সুবিধা দেবে।

ভোটের আগে জাতীয় পার্টি যদি বিভক্তি দূর করতে না পারে তাহলে লাঙলের বিপর্যয় হতে পারে। সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মহানগর আওয়ামী লীগ সহসভাপতি রেজাউল ইসলাম মিলন, মহানগর আওয়ামী লীগের নেতা লতিফুর রহমান মিলন, শ্রমিক লীগ নেতা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মজিদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আকতারুজ্জামান বাবু জানান, তারা সবাই আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। দল যাকেই মনোনয়ন দেবে সবাই তার পক্ষে কাজ করবেন। তারা বলেন, রাঙ্গার অব্যাহতিতে কিছুটা হলেও সুবিধা পাবে আওয়ামী লীগ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর