মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় খালাস চার সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চার সাংবাদিককে বেকসুর খালাস দিয়েছেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল। গতকাল দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার এ চার সাংবাদিককে খালাস দিয়ে রায় ঘোষণা করেন বিচারক মো. জিয়াউর রহমান। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমত আরা বিষয়টি নিশ্চিত করেছেন। বেকসুর খালাস পাওয়া চার সাংবাদিক হলেন- আজকের পত্রিকার তাড়াশ প্রতিনিধি রফিকুল ইসলাম (৪৮), মানবকণ্ঠের সোহেল রানা সোহাগ (২৭), সকালের সময়ের মহসীন আলী (৪৬) ও ভোরের পাতার হাদিউল হৃদয় (২৭)। ইসমত আরা জানান, সংবাদ প্রকাশের জেরে ২০২০ সালের ১২ জানুয়ারি ঢাকা সাইবার ট্রাইব্যুনালে এ চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছিলেন গোলাম মোস্তফা নামে তাড়াশের এক বাসিন্দা। পরে রাজশাহীতে সাইবার ট্রাইব্যুনাল গঠিত হলে মামলাটি এখানে স্থানান্তর ও বিচার শুরু হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাংবাদিকদের বেকসুর খালাস দেন আদালত। 

সর্বশেষ খবর