বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

কদর বাড়ছে প্রবীণ নেতাদের

খুলনায় বিভ্রান্তিতে জাতীয় পার্টির তৃণমূল কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

কদর বাড়ছে প্রবীণ নেতাদের

জাতীয় পার্টির (জাপা) শীর্ষ পর্যায়ে নেতৃত্বের দ্বন্দ্বে খুলনায় মাঠ দখলের প্রতিযোগিতায় নেমেছেন দুই নেতার অনুসারীরা। দলের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ নেতাদের ফিরিয়ে এনে রাতারাতি কমিটি গঠনের চেষ্টা চলছে। এতে বিভ্রান্তিতে রয়েছেন তৃণমূল নেতা-কর্মীরা। জানা যায়, খুলনা মহানগর ও জেলা জাপার অধিকাংশ নেতা-কর্মী দলের চেয়ারম্যান জি এম কাদেরের অনুসারী। কিন্তু ১৮ সেপ্টেম্বর সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের পক্ষে মহানগর ও জেলায় আলাদা কমিটি ঘোষণা করা হয়। রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহর সই করা চিঠিতে এ ঘোষণা দেওয়া হয়। এ কমিটিতে খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য গফ্ফার বিশ্বাসকে মহানগরে আহ্বায়ক ও শওকত হোসেন বাবুলকে সদস্য সচিব করা হয়। এ ছাড়া খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোক্তার হোসেনকে জেলা কমিটির আহ্বায়ক ও মাসুদুর রহমানকে সদস্য সচিব করা হয়। সেই সঙ্গে গফ্ফার বিশ্বাসকে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করা হয়।  যদিও গোলাম মসীহর চেষ্টা প্রথমেই ধাক্কা খেয়েছে। রওশনপন্থি জেলা কমিটির আহ্বায়ক মোক্তার হোসেন এক বিবৃতিতে দায়িত্ব গ্রহণে অপারগতার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘জাপা চেয়ারম্যান জি এম কাদের ছাড়া অন্য কেউ কোনো কমিটি করার এখতিয়ার রাখে না। আমি জি এম কাদেরকে চেয়ারম্যান হিসেবে মেনে নিয়ে রাজনীতি করি। আমার নাম যারা ব্যবহার করছেন তাদের এটা না করার অনুরোধ করছি।’  তবে রওশনপন্থি মহানগর কমিটির আহ্বায়ক আ. গফ্ফার বিশ্বাস বলেন, ‘খুলনার কথা বলার জন্য, খুলনার নেতা-কর্মীদের কথা বলার জন্য একজন প্রতিনিধি থাকা প্রয়োজন। আমি গঠনতন্ত্র পড়ে দেখেছি রওশন এরশাদের সিদ্ধান্ত সঠিক। আমি তার কথামতো দলের মহানগর আহ্বায়ক ও মেয়র প্রার্থী হিসেবে সাংগঠনিক কাজ করতে রাজি আছি।’ জি এম কাদেরপন্থি মহানগর কমিটির সদস্য    সচিব আবদুল্লাহ আল মামুন বলেন, দলে বহিষ্কৃত সাবেক নেতাদের নিয়ে নতুন কমিটি ঘোষণা দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে নেতা-কর্মীদের মধ্যে এর গ্রহণযোগ্যতা নেই।

জি এম কাদেরপন্থি জেলা জাপা সভাপতি শফিকুল ইসলাম মধু বলেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দল যখনই সুসংগঠিত হচ্ছে তখনই দল ভাঙার ষড়যন্ত্র শুরু হয়েছে। দলের মূল ধারার বাইরে কারও কোনো অস্তিত্ব নেই।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর