বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামে ১০ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার

এরই মধ্যে কয়েক কোটি টাকার জমি উদ্ধার, আরও তৎপরতা শুরু করেছে জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন পূর্ব নাছিরাবাদ এলাকায় বেহাত হয়ে যাওয়া প্রায় ১০ কোটি টাকার ১৫ শতক সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ সম্পত্তি উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানার সহকারী পরিদর্শক শুভ্র মুকুলসহ পুলিশ সদস্যরা। 

জানা যায়, সম্পত্তিগুলো অবাঙালি নেছার আহমদ পিং- আবদুল কাদের সাং- অজ্ঞাত পক্ষে বাংলাদেশ সরকারের নামে (সরকারি সম্পত্তি হিসাবে) ৬২৯ নং খতিয়ানে সর্বশেষ বিএস জরিপ চূড়ান্ত আছে। এ জমি নিয়ে ভূমি আপিল বোর্ড (ফুল বোর্ড) মামলা নং- ৪-১৫৫/১৭ তাং- ২০/০৬/২০২২ মূলে সরকার পক্ষে রায় হয়। রায়ের পরও ভূমি দস্যুচক্র এ ভূমিতে নির্মাণকাজ চালিয়ে যায়। এ সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুকের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। অভিযানে জমির দখল বুঝে নিয়ে সরকারি সম্পত্তি হিসেবে সাইন বোর্ড টাঙিয়ে দেওয়া হয়। এ সময় অবৈধ নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, সরকারি জায়গায় অবৈধ অনুপ্রবেশকারী যে হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। সরকারী খাস জমি উদ্ধারে আমরা তৎপর। জেলা প্রশাসন ইতোমধ্যে সরকারের কয়েক কোটি টাকার জমি উদ্ধার করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর