বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

নালায় পড়ে নিখোঁজের পরিবারকে ৬০ লাখ টাকা দিতে রুল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে নালায় পড়ে নিখোঁজ সালেহ আহমেদ সালামতের পরিবারকে ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাই কোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। এর আগে গত ১৭ আগস্ট সালেহ আহমেদের পরিবারকে ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট করেন তিনি। ২০২১ সালের ২৫ আগস্ট নালায় পড়ে তলিয়ে যান সবজি ব্যবসায়ী সালেহ আহমেদ। রাতভর ভারি বৃষ্টিতে আগের দিন চট্টগ্রাম মহানগরীতে ছিল ব্যাপক জলজট। সীমাহীন দুর্ভোগে পড়েন নগরবাসী।

পরে ২৫ আগস্ট দুপুরে মুরাদপুর এলাকায় খরস্রোতা নালায় পড়ে মুহূর্তে তলিয়ে যান ৪০ বছর বয়সী ওই ব্যক্তি। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ওইদিন সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। সালেহ আহমেদ এখনো নিখোঁজ।  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর