বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

তিন মাসে রেলের দুর্ঘটনা ৩১টি

ট্রেন লিজ দেওয়া বন্ধের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

গত তিন মাসে রেলের দুর্ঘটনা ঘটেছে ৩১টি। এজন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে রেলপথে সরকারি ব্যবস্থাপনায় চলা প্রতিটি ট্রেনের আয় বেশি হলেও বেসরকারি খাতে লিজ দেওয়া সবকটি ট্রেনের আয় কম। তাই বেসরকারি খাতে লিজ দেওয়া ৪০টি ট্রেনের মেয়াদপূর্তির পর নতুন করে লিজ দেওয়া বন্ধের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে পরবর্তী বৈঠকে বেসরকারি খাতে ট্রেন লিজ দেওয়া-সংক্রান্ত কার্যক্রমের পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া রেলওয়ের অবৈধ দখলে থাকা ভূমি উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে গতকাল রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২২তম বৈঠকে কার্যপত্র পর্যালোচনা করে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর, শফিকুল ইসলাম শিমুল, মো. শফিকুল আজম খান, মো. সাইফুজ্জামান, এইচ এম ইব্রাহিম, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে কার্যপত্র থেকে জানা যায়, তিন মাসে রেলের দুর্ঘটনা ঘটেছে ৩১টি। এর মধ্যে ১৬টির তদন্ত সম্পন্ন হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ১৫টি ঘটনার তদন্ত শেষ হয়নি এখনো। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে রেলপথ মন্ত্রণালয় ও বেসরকারি প্রতিষ্ঠান পরিচালিত ৪টি ট্রেনকে নমুনা ধরে মাসিক আয় ও পরিচালন ব্যয়ের তুলনামূলক হিসাব আগামী বৈঠকে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়। এ ছাড়া কমিটি বাংলাদেশ রেলওয়ে ভূসম্পত্তি ব্যবস্থাপনা নীতিমালা, ২০২০-কে যুগোপযোগী করার সুপারিশ করে।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর