বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

কোন দিকে যাচ্ছে রংপুর জাপা

জেলা কমিটিতেও নেই মসিউর রহমান রাঙ্গা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

কোন দিকে যাচ্ছে রংপুর জাপা

মসিউর রহমান রাঙ্গা

দল থেকে অব্যাহতি দেওয়ার পর জাতীয় পার্টির সাবেক মহাসচিব, সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ, জেলা জাপা সভাপতি মসিউর রহমান রাঙ্গাকে বাদ দিয়ে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রংপুর জেলা জাতীয় পার্টির আগের কমিটি বিলুপ্ত করে বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টুকে আহ্বায়ক ও আলহাজ আবদুর রাজ্জাককে সদস্যসচিব করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটি গঠন নিয়ে রংপুরে পক্ষে-বিপক্ষে চলছে আলোচনা। মসিউর রহমান রাঙ্গা দাবি করেছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে আলোচনা না করে চেয়ারম্যান জি এম কাদের এমন সিদ্ধান্ত নিতে পারেন না। এটা গঠনতন্ত্রবিরোধী। ১৫ সেপ্টম্বর রাঙ্গাকে দল থেকে অব্যাহতি দেওয়ায় রংপুর জাপার রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা দিয়েছে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। দল থেকে অব্যাহতি দেওয়ার পরে রাঙ্গার পক্ষে-বিপক্ষে কুশপুতুল দাহ এবং ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটেছে। এ নিয়ে দুই পক্ষে উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এসব বিষয়ে জাপার ওপর সারির নেতারা কোনো মন্তব্য না করলেও মাঠ পর্যায়ে নেতা-কর্মীদের মধ্যে বিভক্তির রেখা স্পষ্ট হচ্ছে বলে মনে করছেন অনেক নেতা। জেলা জাপার নতুন আহ্বায়ক কমিটি গঠন করায় দলে চাপা ক্ষোভ থাকলেও পদপদবি হারানোর ভয়ে কেউ মুখ খুলছেন না। রাঙ্গাকে বাদ দেওয়া প্রসঙ্গে জাতীয় পার্টির একাধিক নেতার সঙ্গে কথা হলে কেউ প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। তবে একাধিক নেতা মনে করেন, এ অবস্থা চলতে থাকলে জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরে জাপার অবস্থান কিছুটা হলেও হোঁচট খাবে। সে ক্ষেত্রে লাভ হবে আওয়াামী লীগের। অনেকে মনে করেন এ বিভক্তি আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে জাপা প্রার্থীর ওপর। দলের একাধিক নেতা মুখ খুলতে সময়ের অপেক্ষা করছেন এমনটা মনে হয়েছে কয়েকজনের সঙ্গে কথা বলে। জেলা কমিটি গঠন ও তাাঁকে অব্যাহতি দেওয়া প্রসঙ্গে মসিউর রহমান রাঙ্গা দলের গঠনতন্ত্র তুলে ধরে বলেন, ‘২০১৯ সালে গঠিত জাতীয় পার্টির গঠনতন্ত্রের ৩৬ পৃষ্ঠায় ২০-এর ১ উপধারায় স্পষ্ট করে বলা হয়েছে- প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ জাতীয় পার্টির সর্বোচ্চ সম্মানের অধিকারী হবেন। তিনি দলের পতাকা বহন ও সর্বময় ক্ষমতা সংরক্ষণ করবেন। চেয়ারম্যানের ওপর তাঁর স্থান হবে। জাতীয় ও দলীয় বিষয়ে চেয়ারম্যান তাঁর পরামর্শ গ্রহণ করতে বাধ্য থাকবেন।’ রাঙ্গা বলেন, ‘আমাকে অব্যাহতি দেওয়ার বিষয়ে চেয়ারম্যান প্রধান পৃষ্ঠপোষকের সঙ্গে কোনো পরামর্শ না করে একক সিদ্ধান্ত নিয়েছেন যা জাতীয় পার্টির গঠনতন্ত্র পরিপন্থী।’ তিনি বলেন, ‘বিষয়টি দলের প্রধান পৃষ্ঠপোষককে জানানো হয়েছে। তিনি ২৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসতে পারেন। তিনি এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ এদিকে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যসচিব হাজি আবদুর রাজ্জাক বলেন, ‘এটি দলের চেয়ারম্যানের সিদ্ধান্ত। দলের চেয়ারম্যান ইচ্ছা করলে যে-কাউকে কমিটিতে অন্তর্ভুক্ত করতে পারেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর