বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

কক্সবাজারে সপ্তাহব্যাপী পর্যটন উৎসবের স্পন্সর বসুন্ধরা গ্রুপ

কক্সবাজার প্রতিনিধি

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ২৭ সেপ্টেম্বর শুরু হওয়া কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট আয়োজিত সপ্তাহব্যাপী পর্যটন উৎসবের অন্যতম স্পন্সর দেশের শীর্ষ স্থানীয় শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতকে কেন্দ্র করে কক্সবাজার আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকারের নানা উদ্যোগ বাস্তবায়নে বসুন্ধরা গ্রুপের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। গতকাল সকালে পর্যটন দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী উৎসবের আয়োজনে বসুন্ধরা গ্রুপের ৫ লাখ টাকার চেক গ্রহণকালে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ আরও বলেন, এবারের পর্যটন দিবসটিকে সপ্তাহব্যাপী আয়োজনের মাধ্যমে কক্সবাজারকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে একটু ভিন্ন মাত্রা যোগ করা হচ্ছে। জেলা প্রশাসক বলেন, ‘যেখানে কক্সবাজারকে অত্যাধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা উন্নয়নমুখী পদক্ষেপ নিচ্ছেন, সেখানে বসুন্ধরা গ্রুপের অংশগ্রহণকে স্বাগত জানাই।  আমি আহ্বান জানাই দেশের অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো পর্যটনকে প্রসারে ভূমিকা রাখতে এগিয়ে আসুন।’ কক্সবাজারের সপ্তাহব্যাপী পর্যটন উৎসবের সদস্য সচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান জানান, ‘আমরা কক্সবাজারকে ব্র্যান্ডিং করতে চাই। আমরা চাই কক্সবাজারের প্রকৃতিকে অক্ষুণ্ণ রেখে দেশ-বিদেশের ভ্রমণ পিপাসু পর্যটকরা এখানকার প্রাকৃতিক দৃশ্য এবং পরিবেশ স্বাচ্ছন্দ্যে উপভোগ করুক।’ এ জন্য দেশ-বিদেশের মানুষের কাছে কক্সবাজারকে তুলে ধরা দরকার। তিনি আরও জানান, মূলত এ কারণেই এবারের বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটি সপ্তাহব্যাপী আনন্দ-উৎসব অনুষ্ঠানের আয়োজন করছে। অনুষ্ঠানে থাকছে মেলা, সেমিনার ও কনসার্টসহ নানা আয়োজন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর