বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগী বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। অধিকাংশই আসছেন পাবনার রূপপুর ও ঢাকা থেকে। সোমবার থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন। চিকিৎসাধীন আছেন ১৯ জন। এদিন চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন রোগী।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের ৪টি ওয়ার্ডে রাখা হয়েছে। ১৯ জন চিকিৎসাধীন রোগীর মধ্যে ১ জন আইসিইউতে আছে। বাকিদের অবস্থা উন্নতির দিকে। চিকিৎসকদের ভাষ্যমতে, আক্রান্তরা বেশিরভাগ পাকশী রূপপুর ও পাবনা জেলার বাসিন্দা। তারা সবাই সম্প্রতি ঢাকা ঘুরে এসেছেন। তবে রাজশাহী নগরীর বাসিন্দাদের এখন পর্যন্ত কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হননি বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর