বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

২২-২৩ অক্টোবর ঢাবিতে গবেষণা-প্রকাশনা মেলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

আগামী ২২-২৩ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে ‘গবেষণা-প্রকাশনা মেলা’। সকাল সাড়ে ১০টায় দুই দিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হবে। গতকাল নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। মেলার সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষদ থেকে প্রকাশিত জার্নালসমূহ থেকে শ্রেষ্ঠ জার্নালকে পুরস্কৃত করা হবে। এ ছাড়া গবেষণা-প্রকাশনা মেলায় প্রদর্শিত শ্রেষ্ঠ পোস্টার এবং শতবর্ষ উপলক্ষে আয়োজিত রচনা ও কবিতা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, সংস্থা, অনুদান প্রদানকারী ব্যক্তি ও সংস্থা, বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট অংশীজনদের মেলায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।

গবেষণা-প্রকাশনা মেলা উপলক্ষে বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউট নিজ নিজ গবেষণা কর্মকাণ্ড ও পরিচিতি তুলে ধরে আলাদা আলাদা ‘ব্রোসিউর’ প্রকাশ করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১ থেকে ৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তিন দিনব্যাপী এ মেলা আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু প্রস্তুতির অভাবে পরে তা পিছিয়ে দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর