বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

ফুটপাতে নবজাতকের লাশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মহাখালী ও রামপুরায় পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শহীদ মিনারের পাশে ফুটপাত থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মহাখালী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মারা যাওয়া ওই ব্যক্তির তৎক্ষণাৎ পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪০। গতকাল সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে। প্রথমে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ৩টায় তার মৃত্যু হয়। ঢামেক সূত্র জানায়, মহাখালী রেল ক্রসিংয়ে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। দুজন পথচারী তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে। ওই ব্যক্তির নাম-ঠিকানা এখনো জানা যায়নি।

এদিকে রাজধানীর বনশ্রীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম শওকত হোসেন (৩৪)। গতকাল সকাল সাড়ে ৮টায় রামপুরার বনশ্রী আইডিয়াল স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার বাহিরের অংশে দেয়াল প্লাস্টারের কাজ করার সময় পাশে থাকা বিদ্যুৎ লাইনের সংস্পর্শে অচেতন হয়ে পড়েন তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ফরাজী হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢামেকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শওকত পিরোজপুরের জিয়ানগর উপজেলার প্রত্যাশী গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। থাকতেন রাজধানীর খিলগাঁও ভূঁইয়াপাড়ায়।  মঙ্গলবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ফুটপাত থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। পরে তা ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। শাহবাগ থানার এসআই আরাফাত হোসেন জানান, কে বা কারা ওই নবজাতককে ফুটপাতে ফেলে রেখে যায়। কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর