শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সূচকে সামান্য উত্থান, কমেছে লেনদেন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারে দাম বেড়েছে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থান হয়েছে। তবে আগের দিনের চেয়ে কমেছে লেনদেনের পরিমাণ। এর আগে ২০ সেপ্টেম্বর ডিএসইতে এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়। বাজারটিতে লেনদেন বেড়ে দাঁড়ায় ২ হাজার ৮৩২ কোটি ৩০ লাখ টাকা।

ডিএসইতে গতকাল দিনভর লেনদেন হয়েছে ১ হাজার ৬৬৬ কোটি ১৩ লাখ টাকার। আগের দিন হয় ১ হাজার ৮০৮ কোটি ১৯ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১৪২ কোটি ৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ১৩১ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৮টির। আর ১৬৬টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে ৬৫৬৪ পয়েন্টে উঠেছে। ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার শেয়ারের। কোম্পানিটির ১৯৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২ টাকা ৮০ পয়সা বেড়ে ১৪৯ টাকা ৬০ পয়সায় লেনদেন শেষ হয়েছে প্রতিষ্ঠানটির। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো লিমিটেডের ১৫২ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়েছে। ৯২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৯৯ কোটি ৮৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৬১ প্রতিষ্ঠানের মধ্যে ৯১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৩টির এবং ১০৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর