মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

লেনদেন কমল ৫১০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

লেনদেন কমল ৫১০ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। উভয় বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমেছে। এর মাধ্যমে চলতি সপ্তাহে লেনদেন হওয়া দুই কার্যদিবসেই  শেয়ারবাজারে দরপতন হয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে ৬১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৭টির। আর ১৭৩টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট কমে ৬ হাজার ৫১০ পয়েন্টে নেমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৩০০ কোটি ১৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৮১০ কোটি ৫২ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৫১০ কোটি ৩৫ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার শেয়ার।  কোম্পানিটির ১১৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২ টাকা ২০ পয়সা বেড়ে ১৩৭ টাকা ৩০ পয়সায় লেনদেন শেষ হয়েছে প্রতিষ্ঠানটির। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ১১৪ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে। ৬৮ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১১৫  কোটি ৮১ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৬টির এবং ৯২টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর