মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ফি বেড়েছে, বাড়েনি ভর্তুকি

ইসলামী বিশ্ববিদ্যালয়

রাকিব হোসেন, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পাঁচ বছরে তিন গুণ ফি বাড়ানো হয়েছে। তবে সে অনুযায়ী ভর্তুকি বাড়ানো হয়নি। ফলে হলের শিক্ষার্থীদের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। এতে শিক্ষার্থী ও ডাইনিং ম্যানেজাররা ক্ষোভ প্রকাশ করেছেন। জানা যায়, গত পাঁচ বছরে ফি বাড়িয়ে ২৪৬২ টাকা এবং ভর্তুকি ২০ টাকা বৃদ্ধি করে ১০০ টাকা করা হয়েছে। সে অনুযায়ী শিক্ষার্থীদের মিলপ্রতি ভর্তুকি ১ টাকা ১১ পয়সা হয়। তবে ভর্তি ফিসহ আনুষঙ্গিক ফি তিন গুণ বেড়েছে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আবাসিক ফি ছিল ৭১৮ টাকা। কয়েক দফা ফি বাড়িয়ে ২০২১ সালের ডিসেম্বর মাসে ৩১৮০ টাকা করা হয়। যা ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ফি থেকে ২৪৬২ টাকা বেশি যা প্রায় তিন গুণ। একই সঙ্গে শিক্ষার্থীদের আবাসিক ফি বৃদ্ধি করে ১৮৭২ টাকা করা হয়। ২০১৭ সালের ডিসেম্বর থেকে আবাসিক শিক্ষার্থী প্রতি মাসিক ভর্তুকি ছিল ৮০ টাকা। পাঁচ বছর পর চলতি বছরে ২০ টাকা বৃদ্ধি করা হয়। ভর্তুকি কম ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় খাবারের মান বৃদ্ধি হচ্ছে না বলে জানান ডাইনিং ম্যানেজাররা। ডাইনিং ম্যানেজার আবেদ আলী বলেন, ‘বর্তমানে জিনিসপত্রের যে দাম তাতে এর থেকে ভালো খাবার দিলে লোকসান হবে। আমরা ভর্তুকি বাড়ানোর কথা বলেছি কর্তৃপক্ষকে।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী বলেন,‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর