বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

অবকাঠামো খাতে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া : রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক

ঢাকায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন বলেছেন, বাংলাদেশের অবকাঠামো খাতে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া। গতকাল ঢাকার একটি হোটেলে দক্ষিণ কোরিয়া দূতাবাস ও কোরিয়ান সংস্থা কোটরা আয়োজিত একটি রোডশো অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। হুন্দাই, স্যামসাং, হালা কনস্ট্রাকশনসহ ১১টি কোরিয়ান কোম্পানি এই রোডশোতে অংশগ্রহণ করেছে। দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে রাষ্ট্রদূত লি জ্যাং কিউন বলেন, ‘১৯৭৩ থেকে ১১১টি কোরিয়ান কোম্পানি বাংলাদেশে ২১০টি অবকাঠামোগত প্রকল্পে কাজ করেছে। এমনকি স্বাধীনতার আগে ১৯৬৯ সালে কোরিও ডেভেলপমেন্ট ঢাকা-চিটাগাং হাইওয়ে প্রকল্পে কাজ করেছে। তিনি বলেন, কোরিয়ান সরকার অবকাঠামো খাতে আরও বেশি কাজ করতে আগ্রহী এবং এ জন্য সহজ শর্তে ঋণ সহযোগিতা দিতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর