শনিবার, ১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

শাপলার বিল যাওয়ার সড়কটি বেহাল

এক বছর আগে আংশিক সংস্কারের টেন্ডার হলেও কাজ শেষ হয়নি

রাহাত খান, বরিশাল

শাপলার বিল যাওয়ার সড়কটি বেহাল

বরিশালের উজিরপুরের পর্যটন কেন্দ্র সাতলার শাপলার বিল যাওয়ার সড়কটি বেহাল। ভাঙাচোরা বেহাল সড়ক দিয়ে শাপলার বিলে যেতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পর্যটকরা। এতে পর্যটকরা নিরুৎসাহিত হচ্ছেন। এ ছাড়া ওই সড়ক দিয়ে চলাচলকারী লাখো মানুষ ভাঙা সড়কে ভোগান্তি পোহাচ্ছেন প্রতিনিয়ত। সড়কটি প্রশস্তকরণসহ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন। সংশ্লিষ্টরা জানান, বিভাগীয় সদর থেকে উজিরপুরের সাতলার শাপলার বিলের দূরত্ব প্রায় ৪৬ কিলোমিটার। এর মধ্যে বরিশাল থেকে উজিরপুর উপজেলার ইচলাদী টোলপ্লাজা পর্যন্ত ২১ কিলোমিটার সড়ক ও জনপথ বিভাগের মহাসড়ক। ইচলাদী থেকে উজিরপুর পৌরসভার অন্তর্গত ডাকবাংলো পর্যন্ত প্রায় আড়াই কিলোমটার সড়কের পরমানন্দসাহা ও মাহার এলাকার সড়ক চরম বেহাল। তারা জানান, ডাকবাংলো থেকে এ সড়কের চতলবাড়ি, ডাবেরকূল, ভবানীপুর, চেরাগআলী, স্লুইচগেট ও হারতা হয়ে সাতলার শাপলার বিলে যান পর্যটকরা। উজিরপুর থেকে এ সড়ক ব্যবহার করে আগৈলঝাড়া হয়ে গোপালগঞ্জ পর্যন্ত যাতায়াত করেন হাজারো মানুষ। উজিরপুর ও আগৈলঝাড়া উপজেলার লাখো মানুষ প্রতিনিয়ত খানাখন্দে ভরা এ সড়কে চলাচল করেন। একটি আঞ্চলিক দৈনিকের উজিরপুর উপজেলা প্রতিনিধি এমদাদুল কাশেম সেন্টু জানান, ডাকবাংলো থেকে সাতলার শাপলা বিল পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সড়কের নারিকলি, যুগীরকান্দা, মালিকান্দা, ভবানীপুর, কেশবকাঠী, জামবাড়ি, হারতা, নাথারকান্দি ও মুড়িবাড়ি এলাকা যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। কমে গেছে যানবাহনের সংখ্যাও। স্থানীয় বাসিন্দা সৈয়দ জাহিদ আলম জানান, বর্ষা মৌসুমে সাতলার শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করতে আসেন হাজার হাজার পর্যটক। অথচ এই পর্যটন কেন্দ্রে যাওয়ার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল। এতে পর্যটকরা এ সড়কে চরম দুর্ভোগের শিকার হন। অন্যরাও নিরুৎসাহিত হন।

সম্প্রতি শাপলা বিল ঘুরে আসা বরিশাল উদীচীর সভাপতি সাইফুর রহমান মিরন জানান, উজিরপুর ডাকবাংলো থেকে সাতলার শাপলা বিল পর্যন্ত বেশির ভাগ সড়কের দূরাবস্থা। কোথাও কোথাও সড়কের মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভ্যান কিংবা হালকা যানবাহনের চাকা ওই গর্তে পড়লে যাত্রীদের নেমে ঠেলে গর্ত থেকে যান উঠাতে হয়। সড়কের দূরাবস্থার জন্য এবার শাপলা বিলের পর্যটক আশঙ্কাজনকভাবে কমেছে বলে স্থানীয় জনসাধারণ জানিয়েছেন। তিনি সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান। এ বিষয়ে জানতে উজিরপুর উপজেলা প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বে থাকা বানারীপাড়া উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, তিনি ওই সড়ক সম্পর্কে তেমন কিছু জানেন না। সংশ্লিষ্ট উপসহকারী এ বিষয়ে ভালো বলতে পারবেন। উজিরপুর উপজেলা প্রকৌশল অফিসের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম মুঠোফোনে বলেন, উজিরপুর উপজেলা সদর থেকে শাপলার বিলের দূরত্ব প্রায় ২২ কিলোমিটার। এর মধ্যে ডাকবাংলো থেকে চেরাগআলী পর্যন্ত দুই থেকে তিন কিলোমিটার এবং হারতা বাজার থেকে নয়কান্দি পর্যন্ত পাঁচ থেকে ছয় কিলোমিটার একটু খারাপ আছে। এই সড়কের ডাকবাংলো থেকে চেরাগআলী পর্যন্ত সাড়ে নয় কিলোমিটার সংস্কারের জন্য গত বছর টেন্ডার হয়েছে। গত বছর পাঁচ কিলোমিটারের কাজ হয়েছে। ইট পাচ্ছে না বিধায় ঠিকাদার বাকি কাজ সম্পন্ন করতে পারছে না। বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন বলেন, ওই সড়কের ৯ কিলোমিটার সংস্কার চলমান আছে। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্যের প্রচেষ্টায় গড়ে ১৬ ফিট প্রশস্ত ওই সড়কটি ২৪ ফুট প্রশস্ত করার একটি প্রকল্প পাসের অপেক্ষায় রয়েছে। নতুন প্রকল্প অনুমোদন পেলে সড়কটি দীর্ঘস্থায়ী সংস্কার করে সারা বছর যান চলাচলের উপযোগী করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর