শনিবার, ১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

জিয়ার কবরে ওলামা দলের ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচন চায় না। তিনি বলেন, দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ফলাফল কী হবে তা ওবায়দুল কাদের ভালোই জানেন। জাতীয়তাবাদী ওলামা দল তাদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করে। অনুষ্ঠান শেষে রিজভী আরও বলেন, সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে। সে জন্য তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চায় না। গণতন্ত্র ফিরে এলে তাদের দুর্বিনীত-দুঃশাসন টিকবে না। গণতন্ত্র ফিরে এলে তাদের জন্য বিপর্যয়। সরকারের নানা সমালোচনা করে তিনি বলেন, প্রতিটি সেক্টরে অবাধে লুণ্ঠন করে তারা যে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করেছে এ স্বর্গ থেকে বিদায় হতে চান না। রিজভী বলেন, বর্তমান যে অবৈধ সরকার তারা দিনে ভোট করতে ভয় পায়, যারা নিশিরাতে জাল ভোটের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে ক্ষমতায় টিকে আছে। তারা আরেকটি নিরপেক্ষ-সুষ্ঠু নির্বাচন যাতে না হয়, সে জন্য উঠে পড়ে লেগেছে, নানা কথা বলছে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা শাহ মো. নেছারুল হক ও সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদারসহ দলটির অনেক নেতা-কর্মী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর