শনিবার, ১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

টাঙ্গাইলে জমজমাট নৌকাবাইচ

নাসির উদ্দিন, টাঙ্গাইল

টাঙ্গাইলে জমজমাট নৌকাবাইচ

টাঙ্গাইল সদরের ছিলিমপুর ইউনিয়নের বরুহা বাজারের পশ্চিমে বয়ে যাওয়া এলংজানী নদীতে উৎসব মুখর পরিবেশে দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার এ প্রতিযোগিতা হয়। বরুহা তরুণ তেজ ক্লাবের তত্ত্বাবধানে এবং এলাকাবাসীর উদ্যোগে এ প্রতিযোগিতা দেখতে নারী-পুরুষ নির্বিশেষে হাজার হাজার মানুষের ঢল নামে। বিভিন্ন এলাকা থেকে সুসজ্জিত নৌকা নিয়ে রং-বেরঙের পোশাকে সজ্জিত হয়ে প্রতিযোগীরা বাইচে অংশ নেন। বাদ্যযন্ত্রের তালে তালে এবং বৈঠার ছপ ছপ শব্দ মিলেমিশে একাকার হয়ে যায় উৎসবে। ছোট-বড় নৌকা ভাড়া করে বন্ধুবান্ধব ও স্বজনদের নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান নেন দর্শনার্থীরা। অনুষ্ঠানে ছিলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান সুজায়েত হোসেন সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি ঢাকার নির্বাহী পরিচালক রাশেদ আলী খান। অনুষ্ঠানের উদ্বোধন করেন নব আলোর নির্বাহী পরিচালক মাফুজুর রহমান (মামুন)। বিশেষ অতিথি ছিলেন জাসদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি হাসান মাহমুদ (চান্দু), অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুল হক, দেলদুয়ার ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন (আজাদ), ৬ নম্বর পোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান সাহাদত হোসেন, ছিলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মীর শহিদুর রহমান, বরুহা তরুণ তেজ ক্লাবের সভাপতি মীর মশিউল করিম, বরুহা সেবক সংঘের সভাপতি আনোয়ার হোসেন, ব্যবসায়ী মামুনুর রশিদ মানু, সমাজসেবক সেলিম রেজা, শামীম  আল মামুন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের প্রথম পুরস্কার ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার একটি এলইডি টিভি ও নগদ অর্থ প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর