শিরোনাম
শনিবার, ১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

রাজশাহী সিটি মেয়রকে কেন অভদ্র ভাষায় এমন চিঠি দিলেন

শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কাছে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে কেন অভদ্র ভাষায় চিঠি দিলেন তার ব্যাখ্যা চেয়ে রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মেয়র যে চিঠিটি পেয়েছেন, তাতে লেখা আছে- ‘আপনার সঙ্গে আমাকে দেখা করার জন্য গেটে অপেক্ষা করতে হবে, আপনার কাছে সময় চাইতে হবে? বিষয়টি কল্পনা করা আমার জন্য দুরূহ। আপনি জানেন কি আমার জা শাশুড়ি এমপি। আমার আওয়ামী পরিবারে জন্ম। ভবিষ্যতে আমিও এমপি বা মন্ত্রী হতে পারি। গাজীপুরের ও কাটাখালীর মেয়রদের দিকে তাকান। বর্তমানে তাদের কী অবস্থা।’ তবে এমন কোনো চিঠি মেয়রকে দেওয়ার কথা অস্বীকার করেছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান। তিনি বলেন, ‘পাগল আর উন্মাদ ছাড়া কেউ এমন চিঠি লিখতে পারে না। মেয়র মহোদয়কে যে চিঠি দেওয়া হয়েছে, একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী হিসেবে এটা কেউ লিখতে পারে না। আমি মেয়রকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি, ওই চিঠিটা আমার না। শিক্ষা মন্ত্রণালয়কেও চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছি।’ শিক্ষা মন্ত্রণালয় ২২ সেপ্টেম্বর পাঠানো ওই চিঠিতে চেয়ারম্যান হাবিবুর রহমানকে জানায়, ‘একটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে রাষ্ট্রীয় মর্যাদার প্রতি উদাসীন এবং ঔদ্ধত্যপূর্ণ আপনার মন্তব্য একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৮ এর পরিপন্থী।’

এর আগে মেয়র লিটনের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করা হয়। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়কে এক চিঠিতে চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে অনুরোধ করে। বোর্ড চেয়ারম্যান জানান, শিক্ষা মন্ত্রণালয়কে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এখন মন্ত্রণালয় বিষয়টি দেখছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর